অ্যাসাইমেন্ট সম্বন্ধিত নির্দেশিকা





NIOS এর গাইডলাইন অনুসারে D.EL.ED কোর্সের জন্য প্রদেয়  অ্যাসাইমেন্ট কেমনভাবে লিখতে হবে সে সম্বন্ধিত কিছু নিয়মাবলী  নিচে উল্লেখ করা হল -

১. অ্যাসাইনমেন্ট NIOS এর ওয়েবসাইটে ( www.nios.ac.in ) পাওয়া যাবে ।
২. অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ ২১ জানুয়ারি ( ছত্তিশগড় রাজ্যের জন্য ) । বাকি রাজ্যগুলির ক্ষেত্রে এখনও জানা যায় নি । তবে ৩১ জানুয়ারির  মধ্যে সকল রাজ্যগুলিকে সম্পূর্ণ করতে হবে ।
৩. প্রত্যেক বিষয়ে অর্থাৎ ৫০১ , ৫০২ , ৫০৩ প্রতিটিতে তিনটি করে অ্যাসাইমেন্ট লিখতে হবে । অর্থাৎ মোট নয়টি অ্যাসাইমেন্ট লিখতে হবে । 
৪ .  অ্যাসাইনমেণ্ট  সাদা A-4 কাগজ অথবা লাইন টানা A-4 কাগজে লেখা যাবে । কাগজের দুই দিকে  অথবা  একদিকে লেখা যাবে ।
৫. সব অ্যাসাইনমেন্ট নিজের হাতে লিখতে হবে , প্রিন্টেড অ্যাসাইনমেণ্ট গ্রহন করা হবে না ।
৬. বাংলা মাধ্যমে পরিক্ষা দিলে অ্যাসাইনমেন্ট বাংলায় লিখবেন । এবং ইংরাজি মাধ্যমে পরিক্ষা দিলে ইংরাজিতে লিখবেন । 

উপরিলিখিত নির্দেশিকাটি ছত্তিশগড় রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের রাজ্যের  স্টাডি সেন্টারগুলিতে পাঠিয়েছে । তাই মনে করা হচ্ছে উপরিলিখিত নির্দেশিকাগুলি সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য ।




এরকম নতুন নতুন খবর সব থেকে আগে পাওয়ার জন্য   ডাউনলোড করে নেন আমাদের আ্যন্ড্রয়েড আ্যপটি । ডাউনলোড করার জন্য ক্লিক করন নিচের লিঙ্কে
https://drive.google.com/file/d/1AH5DNdpc806WlD10pDoXUgw1cPAJTVlj/view?usp=drivesdk

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা (2020) - সাফল্য লাভের প্রয়োজনীয় পরামর্শ

পপকর্ন তৈরির মেশিন কিনুন মাসে হাজার হাজার টাকা আয় করুন

STUDY CENTRE LIST RECEIVED TILL TIME IN WEST BENGAL